স্পোর্টস ডেস্ক : শুক্রবার বৃষ্টিভেজা সন্ধ্যায় চিন্নাস্বামীতে আবারও মুখ থুবড়ে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে টানা তৃতীয় হার, আর এবার প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ১৪ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি তুলল মাত্র ৯৫ রান—এক কথায় ব্যাটিং বিপর্যয়।
টস হেরে ব্যাট করতে নেমে পঞ্জাবের আগুনে বোলিংয়ের সামনে একের পর এক উইকেট খুইয়েছে বেঙ্গালুরু। গোটা দল যেন দাঁড়াতেই পারল না। একমাত্র টিম ডেভিড (৫০*) ও রজত পতিদার (২৩) কিছুটা লড়াইয়ের ছবি আঁকলেও, বাকিরা যেন বোলিং প্র্যাকটিস সারিয়ে ফিরলেন সাজঘরে।
যদিও লক্ষ্য খুব বড় ছিল না, তবুও পঞ্জাবের ইনিংসও ছিল টালমাটাল। আরসিবির বোলারদের চাপে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় খেলে পাঁচ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ‘আইয়ার অ্যান্ড কোং’।
এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এল পঞ্জাব কিংস। অন্যদিকে, ঘরের মাঠেই বারবার মুখ থুবড়ে পড়ে সমর্থকদের হতাশ করে চলেছে বেঙ্গালুরু। চিন্নাস্বামীতে হারের হ্যাটট্রিক আরসিবির জন্য একটা বড় অশনিসংকেত।
ফর্মহীন ব্যাটিং, ভঙ্গুর মনোবল আর প্রতিপক্ষের আগ্রাসনে কোণঠাসা রয়্যালরা—বেঁচে থাকার লড়াই এখন সময়ের দাবি।