জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের সংবর্ধিত করল ওয়ার্ড কমিটি। শনিবার এক বিশেষ অনুষ্ঠানে সাফাই কর্মীদের হাতে জ্যাকেট ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। বছরের পর বছর দিন-রাত পরিশ্রম করে ওয়ার্ডের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তাদের এই সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সিদ্ধার্থ ঘটক। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ওয়ার্ড কমিটির সভাপতি সিদ্ধার্থ ঘটক বলেন, “সাফাই কর্মীরা আমাদের ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যে কঠোর পরিশ্রম করেন, এটি তার প্রতি আমাদের কৃতজ্ঞতার ক্ষুদ্র একটি বহিঃপ্রকাশ।”
সাফাই কর্মীরাও এই সংবর্ধনা পেয়ে খুশি প্রকাশ করেছেন। তাদের একজন বলেন, “এই ধরনের সম্মান আমাদের কাজের প্রতি আরও উৎসাহ যোগায়। আমরা ধন্যবাদ জানাই ওয়ার্ড কমিটিকে এই উদ্যোগের জন্য।”
ওয়ার্ড কাউন্সিলর তথা পুরমাতা পাপিয়া পাল জানান, সাফাই কর্মীদের কাজের গুরুত্ব অপরিসীম। তাদের পরিশ্রমের কারণেই ওয়ার্ডের বাসিন্দারা একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারেন।
এই উদ্যোগ ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। সাফাই কর্মীদের সম্মানিত করার এই উদাহরণ অন্যান্য ওয়ার্ডগুলির জন্যও একটি অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।