নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : করোনা জয়ী জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতিকে সংবর্ধনা দিয়ে স্বাগত জানালো সভাধিপতি উত্তরা বর্মন সহ তৃণমূল শ্রমিক সংগঠন ও জেলা পরিষদের কর্মীরা।

নতুন বছরের শুরুতেই করোনা ভাইরাসে সংক্রমিত হন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ। এরপর চিকিৎসায় সম্পুর্ন সুস্থ হয়ে সোমবার নিজের কর্মক্ষেত্র জেলা পরিষদে আসেন দুলাল বাবু। এই প্রসঙ্গে তিনি জানান, প্রথম থেকেই জেলা পরিষদের পক্ষ থেকে করোনা জয়ীদের উৎসাহিত করার জন্য সংবর্ধিত করে আসা হচ্ছে, সেই রীতিকে বজায় রেখেই আজ এই সংবর্ধনা।

অপরদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্বপন সরকারের নেতৃত্বে সংবর্ধনা দিয়ে পুনরায় জেলা পরিষদের সহ-সভাধিপতি কর স্বাগত জানানো হয়।
এছাড়াও সহ সভাধিপতি সুস্থ হয়ে কাজে যোগ দেওয়ায় খুশি প্রকাশ করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।