রাহুল মন্ডল, মালদা : বাড়িতে চুরির ঘটনায় সাফল্য পেল মালদার পুখুরিয়া থানার পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া সামগ্রী ঘটনায় গ্রেপ্তার এক মহিলা। বুধবার ধৃত মহিলাকে চাঁচল মহকুম আদালতে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মহিলার নাম টুম্পা মন্ডল। হরিপুর গ্রামের বাসিন্দা। গত মাসের ২৩ তারিখ পুকুরিয়া থানার অন্তর্গত হরিপুর গ্রামের বাসিন্দা দিবাকর মন্ডলের বাড়িতে চুরির ঘটনা সামনে আসে।

গৃহকর্তাদের বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে এই ছুটির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুখুরিয়া থানার পুলিশ। বাড়িতে পরিচারিকার কাজ করতেন এই টুম্পা মন্ডল নামে মহিলা। মঙ্গলবার তদন্ত স্বার্থে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই গোটা ঘটনা পরিষ্কার হয় পুলিশের কাছে। এই চুরির ঘটনা টুম্পা মন্ডল নামে এই মহিলা ঘটিয়েছে। ঘটনা চুরি যাওয়া প্রায় চার লক্ষ টাকার গয়না উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার ধৃত মহিলাকে আদালতে পাঠিয়ে তদন্তে চালাচ্ছে পুখুরিয়া থানার পুলিশ