বারবার চুরি হচ্ছে পানীয় জলের কলের মুখ; পুরসভা উদাসীন – অভিযোগ

সংবাদদাতা, জলপাইগুড়ি : একদিকে বার বার চুরি! অন্যদিকে পানীয়জলের অপচয়। ঘটনাটি ঘটছে জলপাইগুড়ির কামারপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা পুরসভার একটি পানীয় জলের কলে। দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনায় এলাকার বাসিন্দা থেকে ব‍্যবসায়ীরা সমস্যায় পড়ছে বলে অভিযোগ‌।

এলাকা সূত্রে জানা গেছে ওই এলাকায় একটি মাত্র পানীয় জলের কল রয়েছে । সেই কলটি স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় ব‍্যবসায়ীরা ব‍্যবহার করেন। উল্লেখ্য দীর্ঘ পাঁচ বছর ধরে পানীয় জলের কলের সমস্যায় রয়েছেন বলে অভিযোগ ব‍্যবসায়ীদের । মাঝে মাঝেই রাতের অন্ধকারে কে বা কারা কলের মুখ টি খুলে নিয়ে চলে যাচ্ছে। এতে জলের অপচয় হচ্ছে দীর্ঘ সময় ধরে বলে ও অভিযোগ। পুরসভায় জানিয়ে ও কোন সমস্যার সমাধান না হওয়ার দরুণ ! এলাকার ব‍্যবসায়ীরা নিজেদের উদ্যোগে’ই বারংবার কলের নতুন মুখ কিনে এনে লাগিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিছুদিন পানীয় জলের কল ঠিক ভাবে থাকলেও এক সপ্তাহ যেতে না যেতেই আবার যেই না সেই। রাতের অন্ধকারে কে বা কারা কলের মুখ খুলে নিয়ে চলে যাচ্ছে। এর ফলে যেমন জলের অপচয় হচ্ছে তেমনি পানীয় জলের সংকটে পড়েছেন এলাকার বাসিন্দারা থেকে ব‍্যবসায়ীরা । দেখা গেল ওই পানীয় জলের কলটি সারাই করছেন স্থানীয় এক ব‍্যবসায়ী। তিনি আদাজল খেয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় নতুন কল লাগিয়ে জল পড়া বন্ধ করেন।

এলাকার ব‍্যবসায়ী রোহিত মোহন্ত বলেন, দীর্ঘ পাঁচ বছর থেকে এই জলের কলটির বেহাল দশা। অজান্তে কে বা কারা কলের মুখ খুলে চুরি করে নিয়ে যাচ্ছেন। আমরা ব‍্যবসায়ীরা এক জোট হয়ে টাকা দিয়ে আবার নতুন কল লাগিয়ে দিচ্ছি। তারপরও কিছুদিন যেতে না যেতেই কল চুরি হয়ে যাচ্ছে। তাই আমরা পুরপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই কলটির মুখ চুরির হাত থেকে বাঁচান এবং জল অপচয় বন্ধ করুন। দ্রুত কলটি সারাই করে আমাদের সাহায্য করুন।

এবিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ‌এই সমস্যা আছে । সেখানে কল খারাপ হলে পুরভার কর্মীরা গিয়ে মেরামত করে দিচ্ছে । আমাদের এ বিষয়ে কেউ আমাকে অবগত করেন নি। আপনাদের মারফত জানতে পারলাম। কেউ যদি এ বিষয়ে জানান! তাহলে অবশ্যই আমাদের কর্মীরা যথা সময় গিয়ে কল মেরামত করে দেবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *