সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ নভেম্বর’২৩ : নাগরিকদের নিরাপত্তা দিতেই কেটে যায় দিনের পর দিন। পরিবার থেকে কার্যত বিচ্ছিন হয়েই অনেক সময় পড়ে থাকতে হয় কর্মস্থলে। বছরের এই একটি দিন অপেক্ষায় থাকেন বোনেরা। কিন্তু কাজের চাপে বাড়ি যাওয়া হয়ে আর হয়ে ওঠে কই। মনের কোনের সেই আক্ষেপ এ বছর মিটলো জলপাইগুড়িতে কর্তব্যরত পুলিশ কর্মীদের। তাদের জন্য ভাইফোঁটার আয়োজন করেছিল জলপাইগুড়ি অনুভব নামে একটি হোমের আবাসিক বোনেরা।সেখানেই ফোঁটা নিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার, কোতোয়ালি থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
