জল সংকটে ভুগছে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার বাসিন্দারা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ মার্চ’২৪ : গ্রীষ্মের প্রাক মুহূর্তে জলসংকট দেখা দিয়েছে জলপাইগুড়ি জেলার পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। শুধু পানীয় জলই নয়। স্নান সহ দৈনন্দিন কাজের জন্য জলেরও আকাল দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে গোটা গ্রাম জুড়েই। লাগোয়া এলাকাগুলি থেকে ডাঙ্গাপাড়া অপেক্ষাকৃত উচুঁ হওয়ায় জলের কল ও কুয়োর জলস্তর অনেকটাই নিচে নেমে গিয়েছে। ফলে জল পেতে সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

Residents of Dangapara of Patkata Gram Panchayat are suffering from water shortage

এলাকার অধিকাংশ পরিবার দরিদ্র। যাদের সামর্থ্য আছে তারা পানীয় জল কিনে খাচ্ছেন। কিন্তু যাদের সামর্থ নেই তাদের পার্শ্ববর্তী নদীর জলই ভরসা। দ্রুত এই সমস্যা সবাধনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। এই বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য প্রদীপ বাছার বলেন, এলাকাটি চা বাগান অধ্যুষিত। এই সময় চা বাগানগুলিতে ভূগর্ভস্থ জলের সাহায্যে জলসেচ করা হয়ে থাকে। এই কারণে জলস্তর অনেকটা নীচে নেমে গিয়েছে। স্বাভাবিকভাবেই কুয়োরও জলস্তর নেমে গিয়েছে। পিএইচইর যে প্রকল্প চলছে, তাতে আগামী ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে। তাছাড়া বর্তমান সমস্যা নিয়ে দ্রুতই সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানাবেন বলে জানান তিনি। অন্যদিকে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ লাকড়া বলেন, জায়গাটি অপেক্ষাকৃত উচু হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। পিএইচইর জলজীবন প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *