বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ পাতকাটা কলোনির বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : দিনদিন জঙ্গলের পরিমাণ কমছে, ফলে বন্য প্রাণীরা মাঝেমধ্যেই লোকালয়ে আসছে। এই দৃশ্য জলপাইগুড়িতে অহরহ। মাঝে মধ্যেই হাতি, বাঘ সহ বিভিন্ন বন্য জন্তু জলপাইগুড়ি সহ শহর সংলগ্ন এলাকায় দেখা মিলছে।

এবার জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ে দেখা গেল এক দল বাঁদর। প্রতিদিন সাতসকালে লোকালয়ে ঢুকে পড়েছে এই বাঁদরের দল। বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনির ডেঙ্গুয়াঝাড়ের এলাকাবাসীরা।

বাঁদরের দলকে দেখা গেল রীতিমত এগাছ থেকে ওগাছ, এমনকি এবাড়ি থেকে ওবাড়ি ঝোলাঝুলি করছে। সাধারণ মানুষ বলছেন বাঁদরের দল জিম করতে এসেছে ডেঙ্গুয়াঝাড়ে। কারোর বাড়ির ছাদে বা কার্নিশে, আবার কারোর টিনের ঘরের উপরে লাফালাফি অত্যাচারও করছে। এই শয়ে শয়ে বাঁদরের দল ঘুম কেড়ে নিয়েছে এলাকাবাসীর।

বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে বাজি পটকা ফাটিয়ে বাঁদরগুলোকে এলাকা মুক্ত করার চেষ্টা করছেন। এত পরিমাণ বাঁদরের দল লোকালয়ে আসা নিয়ে পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন,’দিন দিন জঙ্গলের পরিমাণ কমছে। বন্যপ্রাণীদের খাওয়া থেকে থাকার জায়গাও কমছে। ফলে বাধ্য হয়ে বন্য প্রাণীরা লোকালয় মুখি হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *