শিলিগুড়ি : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা স্বার্থে বহিরাগতদের প্রবেশ রুখতে মেডিকেলের তিন নম্বর গেট বন্ধ করতে এসে বাধার মুখে পড়তে হলো মেডিকেল কর্তৃপক্ষকে। কাওয়াখালী এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের স্বার্থে গেট খোলার দাবিতে গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করা হয়।
জানা গেছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষের বসবাস রয়েছে। পাশাপাশি চত্বরে একাধিক গেটও রয়েছে। যার মধ্যে তিন নম্বর গেটের ওপারে রয়েছে একটি বাজার। যেখানে নানারকম খাওয়ার সামগ্রী সহ হোটেল রয়েছে ও হাসপাতালে আসা রোগীদের ওপর নির্ভর করেই চলে তাদের জীবিকা। মঙ্গলবার সকালে নিরাপত্তার স্বার্থে মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই স্থানে পৌঁছে গেটটি বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েন তারা। এরপর গেট খোলার দাবিতে গেটের সামনে বসেই বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। এরপর গেট খোলা রেখেই ফিরে যেতে হয় মেডিকেল কর্তৃপক্ষকে।
স্থানীয় বাসিন্দাদের দাবি এই গেট বন্ধ হয়ে গেলে এই এলাকার মানুষের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে।