বিশ্বজিৎ নাথ : সোনার অলঙ্কার ও রুপো ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়াল ব্যারাকপুরের শঙ্খ বনিক কলোনি এলাকায়। শুক্রবার রাতে টিটাগড় থানার অন্তর্গত এই এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এক স্বর্ণ ব্যবসায়ী।
অভিযোগ, ওই ব্যবসায়ী সুকুমার বাবু শঙ্খ বনিক কলোনির তাঁর দোকান বন্ধ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাঁর পথ আটকায়। এরপর জোর করে তাঁর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে প্রায় ২৬ থেকে ২৭ গ্রাম সোনার অলঙ্কার ও কিছু রুপো ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ী।
সুকুমার বাবুর অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। তিনি ঘটনাস্থল থেকে সাহায্যের চেষ্টা করলেও দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর ব্যবসায়ী টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। টিটাগড় থানার পুলিশ আশ্বস্ত করেছে, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।