ডাকাতির ছক ফাঁস, মাস্টারমাইন্ড গ্রেফতার

শিলিগুড়ি: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ডাকাতির ছক কষা কাণ্ডের মূল পাণ্ডা গুলাব মহম্মদ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইং-এর তৎপরতায় ফুলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সে পুলিশের নজরে ছিল।

২০২৪ সালের ১০ই অক্টোবর ফুলবাড়ির পুটিমারি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একদল দুষ্কৃতীকে পাকড়াও করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযানের সময় বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলেও ধৃতদের জিজ্ঞাসাবাদে গুলাব মহম্মদের নাম উঠে আসে। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

Robbery plan exposed; mastermind arrested

শেষমেশ পুলিশি তৎপরতায় ফুলবাড়ি এলাকা থেকে ধরা পড়ে গুলাব মহম্মদ। তার বিরুদ্ধে ডাকাতির ছক কষার গুরুতর অভিযোগ রয়েছে।

ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *