IPL 2025 : ওয়াংখেড়েতে কামব্যাকের রঙ মুম্বাইয়ের, সানরাইজার্সকে হারিয়ে ফের জয়ের রাস্তায় রোহিতরা

স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০২৫-এর উত্তেজনার মাঝে বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা গেল এক নির্ভরতা, এক নিয়ন্ত্রণ—নাম তার মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬৩ রানের চ্যালেঞ্জ খুব একটা কঠিন মনে হয়নি রোহিত শর্মার দলের কাছে। ১১ বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। আর এই জয়ের মাধ্যমে মুম্বাই নিজেদের তৃতীয় জয় তুলে নিল এবারের আসরে। হায়দরাবাদ, বিপরীতে, ভোগাচ্ছে ধারাবাহিকতা—পঞ্চম হারের গ্লানিতে ডুবল দলটি।

হায়দরাবাদের ধীর সূচনা, শেষ ওভারে তাড়াহুড়ো

টস হেরে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ গোটা ইনিংসেই যেন খুঁজে ফিরল ছন্দ। ওপেনিংয়ে সুযোগ পেলেও ট্র্যাভিস হেড (২৯ বলে ২৮) ও অভিষেক শর্মা (২৮ বলে ৪০) মুম্বইয়ের কড়াকড়ি বোলিংয়ের সামনে আটকে গেলেন। হেনরিক ক্লাসেন কিছুটা চেষ্টা চালান—২৮ বলে ৩৭, দুটি ছক্কা ও তিনটি চার সহযোগে, তবে ইনিংসের গতি বাড়েনি। শেষ পাঁচ ওভারে ৫৭ রান যোগ করে দল স্কোর দাঁড় করায় ১৬২ রানে।

বোলিংয়ে জ্যাকসের জাদু

মুম্বইয়ের হয়ে বল হাতে চমকে দেন উইল জ্যাকস। মাত্র ৩ ওভারে ১৪ রান খরচ করে তুলে নেন দুটি মূল্যবান উইকেট। পাশাপাশি বুমরাহ, হার্দিক ও বোল্ট পান ১টি করে উইকেট।

ব্যাটিংয়ে রোহিত-রিকেলটন-জ্যাকসের শুরুর ভিত

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা শুরুটা ভাল করেও থামেন ২৬ রানে। রায়ান রিকেলটন (২৩ বলে ৩১) এবং সূর্যকুমার যাদব (১৫ বলে ২৬) ইনিংস মজবুত করেন। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন উইল জ্যাকস—২৬ বলে ৩৬ রানে।

শেষের দিকে হার্দিক পাণ্ডিয়া (৯ বলে ২১) এবং তিলক ভার্মার (১৭ বলে অপরাজিত ২১) কার্যকরী পার্টনারশিপ মুম্বাইয়ের জয় নিশ্চিত করে। যদিও হায়দরাবাদের প্যাট কামিন্স বল হাতে ক্ষিপ্রতা দেখান, ৩টি উইকেট তুলে নেন তিনি।

ওয়াংখেড়ের আলোয় মুম্বাই আবার প্রমাণ করল—তাদের ছন্দে থাকলে বিপক্ষের কোনও আশাই বাঁচে না। হায়দরাবাদ যতই শেষ ওভারে গতি বাড়াক, মুম্বাইয়ের গোছানো রান তাড়া ও বল হাতে ধারাবাহিকতা প্রতিপক্ষের কপালে শুধুই হতাশাই লিখে দিল। IPL 2025-এর মাঝপথে এসে মুম্বাই বুঝিয়ে দিল—এখনও অনেক কিছু বলার বাকি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *