IPL 2025 : রোহিতের ব্যাটে হায়দরাবাদ ধুলিসাৎ, মুম্বইয়ের নির্ভরযোগ্য জয়

স্পোর্টস ডেস্ক : আইপিএলের উত্তেজনার মাঝেই হায়দরাবাদের ঘরের মাঠে দাপুটে জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে হেনরিক ক্লাসেন (৭১) ও অভিনব মনোহরের (৪৩) লড়াকু ইনিংস সত্ত্বেও হায়দরাবাদ থেমে গেল মাত্র ১৪৩ রানে। মুম্বইয়ের বোলিং আক্রমণে নেতৃত্ব দিলেন ট্রেন্ট বোল্ট, একাই তুলে নিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। দীপক চাহারের দুটি ও বুমরাহর একটি উইকেটও হায়দরাবাদ ইনিংসে লাগিয়ে দেয় বড়সড় ব্রেক।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন রোহিত শর্মা। ৪৬ বলে ৭০ রানের অনবদ্য ইনিংসে আসে ৮টি চার ও ৩টি ছক্কা। সঙ্গে ছিলেন সূর্যকুমার যাদব, যার ১৯ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস জয়কে করে তোলে নিছক সময়ের অপেক্ষা।

মাত্র ১৫.৪ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই। চলতি আইপিএলে রোহিতের পরপর দ্বিতীয় অর্ধশতক দলকে শুধু জয়ই নয়, আত্মবিশ্বাসও উপহার দিল আগামি ম্যাচগুলোর জন্য।

মুম্বইয়ের কাছে হার, হায়দরাবাদের ঘরে হতাশা। তবে রোহিত-সূর্যের আগুনে ব্যাটিংয়ে জ্বলে উঠলো IPL-এর সন্ধ্যা।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *