দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের জয়জয়কার!
ডিজিটাল ডেস্ক : সমালোচকদের জবাব দিলেন রোহিত শর্মা। ফাইনালে কিউইদের বিরুদ্ধে তার বিধ্বংসী ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া এক অনন্য জয় ছিনিয়ে নিল। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে তোলে ২৫১ রান, তবে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের জাদুকরী স্পিনে কিউই ব্যাটাররা চাপে পড়ে যায়। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫২ রান, যা ভারত সহজেই অতিক্রম করে ৪৮.৫ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে।
ভারতীয় ইনিংসের শুরুতেই আগ্রাসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। মাত্র ৪১ বলে তার হাফ সেঞ্চুরি, আর ৭৬ রানের ঝোড়ো ইনিংস ভারতের জয়কে সুগম করে। যদিও গিল (৩১) ও কোহলি (১) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় ভারত, তবে শ্রেয়স আইয়ার (৪৮) ও অক্ষর প্যাটেল (২৯) জুটি দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। শেষ মুহূর্তে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ব্যাট নিশ্চিত করে ভারতের অপরাজিত থেকে বিশ্বসেরা হয়ে ওঠা।
এদিন ভারতের বোলিং বিভাগও নজর কেড়েছে। বরুণ ও কুলদীপ নেন ২টি করে উইকেট, শামি ও জাদেজার ঝুলিতেও যায় ১টি করে উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ড্যারিল মিচেল, আর মাইকেল ব্রেসওয়েল ছিলেন অপরাজিত ৫৩ রানে।
বিশ্ব ক্রিকেটের আসরে ফের একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। কেবল জয় নয়, এই পারফরম্যান্স দেখিয়ে দল জানিয়ে দিল—বিশ্বসেরা হওয়ার দাবিদার তারাই!