জলপাইগুড়ি : শিশুর পুষ্টি ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে জলপাইগুড়ি সদর আইসিডিএস প্রকল্পের উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চলা এই কর্মশালায় অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও দক্ষ করে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়।
শুধুমাত্র পুষ্টিকর খাবার দিলেই শিশুর সামগ্রিক বিকাশ সম্ভব নয়, তার সঙ্গে প্রয়োজন সঠিক শিক্ষা। শিশুর মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্রে পুষ্টি ও শিক্ষার সমান গুরুত্ব রয়েছে, আর সেই কারণেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন বলে জানান সদর মহকুমা শাসক তোমজিৎ চক্রবর্তী।
তিনি বলেন, “অঙ্গনওয়াড়ি কর্মীরা তৃণমূল স্তরে শিশুদের পুষ্টি ও শিক্ষার দায়িত্ব পালন করেন। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বাড়তি যত্নের প্রয়োজন। কর্মীদের সেই দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলতেই এই কর্মশালার আয়োজন।”
এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে কীভাবে পুষ্টি ও শিক্ষার সমন্বয় ঘটানো যায়, তা নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
কর্মশালায় অংশ নেওয়া অঙ্গনওয়াড়ি কর্মী আল্পনা সরকার বলেন, “শুধু পুষ্টিকর খাবার দিলেই হবে না, শিশুদের শিক্ষার ক্ষেত্রেও আমাদের বিশেষ নজর দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে আরও যত্ন নিয়ে কাজ করতে হবে। এই কর্মশালায় এসে আমরা সেসব বিষয়ে নতুন অনেক কিছু শিখলাম।”
এই কর্মশালার মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা নতুন অভিজ্ঞতা অর্জন করলেন, যা ভবিষ্যতে শিশুদের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। সরকারি স্তরে এমন প্রশিক্ষণের ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুসংহত হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।