সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ জুলাই’২৩ : পঞ্চায়েত ভোট দোরগোড়ায়। আর ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করলেন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায়।

এদিন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি মনসুরউদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর টিমকে রুটমার্চ করতে দেখা যায় এবং জনসাধারণকে আশ্বস্ত করেন ও কোন বিশৃঙ্খলা ঘটলে সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করতে বলেন। এলাকার ভোটাররা জানালেন, এই এলাকায় বিশৃঙ্খলা ঘটে না। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। এ বিষয়ে ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি মনসুরউদ্দিন জানালেন, গতকাল গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানি আইটিবিপি’র ১০০ জন জওয়ান আপাতত আমাদের ক্রান্তি ব্লকের জন্য এসেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় বাহিনী টিম নিয়ে রুটমার্চ করছে এবং বর্তমানে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গঙ্গাদেবীতে অবস্থিত কিষাণ মান্ডিতে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে বলে তিনি জানালেন।

নবগঠিত ক্রান্তি ব্লকে প্রথম পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে নমিনেশন পর্ব সম্পন্ন করায় এলাকার মানুষের কাছে ক্রান্তি পুলিশ ফাঁড়ির প্রশংসা যেমন পেয়েছেন তেমনি শান্তিপূর্ণভাবে ভোট প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ করাই এখন ক্রান্তি পুলিশ ফাঁড়ির কাছে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।