বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৩ আগস্ট : যোগ্যতার ভিত্তিতে সরাসরি চাকুরি সুযোগ মিলবে বেসরকারি সংস্থায়। বেকারি দূরীকরণে ব্যারাকপুর পুরসভার এহেন উদ্যোগের তারিফ করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। শনিবার ওরিয়ান এডুকেটের উদ্যোগে ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। এই রোজগার মেলাতে মোট ১৫ টা কোম্পানির কর্তা ব্যক্তিরা হাজির ছিলেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এদিন বেসরকারি সংস্থার চাকুরী পেলেন ৪০০ থেকে ৫০০ জন বেকার যুবক-যুবতী। রোজকার মেলায় হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বললেন, করোনাকালে অনেকেই কাজ হারিয়েছেন। এমন মুহূর্তে ব্যারাকপুর পুরসভার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বেকারি দূরীকরণে ব্যারাকপুর পুরসভার মতো অন্যান্য পুরসভাগুলোকে এগিয়ে আসা উচিত। সাংসদ অর্জুন সিং ছাড়াও এদিন রোজগার মেলায় হাজির ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ , ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস , উপ-পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ড: মনোজিৎ রায় প্রমুখ।
