সবুজ সাথীর সাইকেল চুরি! বোয়ালমারীর প্রত্যন্ত গ্রামে রাতের অন্ধকারে গায়েব সরকারি প্রকল্পের উপহার

জলপাইগুড়ি, ৯ মে: আবারও চুরি, এবার নিশানায় পড়ল সরকারি ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগর পাড়ায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়ে যায় প্রলয় সরকারের সবুজ সাথীর নতুন সাইকেল।

প্রলয়ের বাবা প্রতাপ সরকার জানিয়েছেন, “সরকারি প্রকল্প থেকে ছেলে সাইকেলটা পেয়েছিল। পড়াশোনার সুবিধার জন্য এত বড় একটা সহায়তা, আর সেটা রাতের অন্ধকারে চুরি হয়ে গেল! এই নিয়ে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, অথচ দোষীদের কোনও হদিস নেই।”

স্থানীয়দের দাবি, সম্প্রতি এই অঞ্চলে চুরির ঘটনা বেড়ে চলেছে। ছোটখাটো জিনিসপত্র থেকে শুরু করে এখন সরকারি সহায়তায় পাওয়া সাইকেল পর্যন্ত নিরাপদ নয়। সাধারণ মানুষের প্রশ্ন, গ্রামের ঘুমন্ত রাতের গায়ে এই চোরের ছায়া রুখবে কে?

প্রশাসনের কাছে দাবি উঠছে, দ্রুত চুরি রুখতে নজরদারি বাড়ানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *