দোকানে দোকানে প্রচার অভিযানে নামলেন উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর’২৩ : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন শহরের ২৫ টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পুরসভা।

Saikat Chatterjee the step father went on a shop-to-shop campaign

ইতিমধ্যেই এর কাজ গতকাল থেকেই শুরু করে দিয়েছে পুরসভা। আজ দ্বিতীয় দিনে এই প্রচার অভিযানে নামেন উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী ও ওয়ার্ডের কাউন্সিলর ও বাসিন্দারা। বৃহস্পতিবার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পৃথকীকরণ এবং পচনশীল ও অপচশীল বর্জ্য আলাদা আলাদা বালতিতে ফেলতে নগরবাসীকে অনুরোধ করেন সৈকত বাবু। সাথে সাথে বিভিন্ন দোকানে গিয়েও এই কাজ করেছেন তিনি।

উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী জানান, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছে। পচনশীল বর্জ্য সবুজ বালতিতে ও অপচনশীল বর্জ্য নীল বালতিতে ফেলতে বলা হয়েছে পুর নাগরিকদের। কিন্তু পুর নাগরিকদের অনেকেই কোন বালতিতে পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলবেন তা বুঝে উঠতে পাচ্ছেন না। এর ফলে আবর্জনা নিতে এসে সমস্যার পরতে হচ্ছে পুর কর্মীদের। আজ ১০ নং ওয়ার্ডে এই প্রচার কর্মসূচি শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *