দিলীপ ঘোষকে লিগ্যাল নোটিস পাঠানোর কথা জানালেন সৈকত

সংবাদদাতা, জলপাইগুড়ি : দিলীপ ঘোষের বিরুদ্ধে লিগ্যাল নোটিস পাঠানোর কথা জানালেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জী। আজ জলপাইগুড়িতে মৃত দম্পতি অপর্না ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্যের মেয়ে তানিয়া ভট্টাচার্যের সাথে সাক্ষাৎ করেন বিজেপির সর্ব ভারতীয় সাধারন সম্পাদক দিলীপ ঘোষ।

Saikat informed about sending legal notice to Dilip Ghosh

এরপর সাংবাদিকদের দিলীপ বাবু বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শান্তনু, কুন্তলের সাথে যোগাযোগ রয়েছে জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জীর। এছাড়াও তিনি বলেন, মৃতদের লেখা সুইসাইড নোট এখনো জমা পড়েনি কোর্টে।

দিলীপ বাবুর মন্তব্যের উত্তরে সৈকত বাবু বলেন, বিজেপি নেতাদের উস্কানি, প্রলোভনে অনেক মিথ্যা রটনা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কে কালিমালিপ্ত করার জন্য। দিলীপ ঘোষের মুখে এতবড় কথা মানায় না।তিনি প্রশ্ন তোলেন, রাজু ঝা হত্যাকাণ্ডে কেন দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা হবে না। সৈকত বলেন, চোরের মার বড় গলা। বিজেপি আন্দোলন করলে রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল যুব কংগ্রেস পিছিয়ে থাকবে না, লড়াই আরপারের হবে। কারন এই আত্মহত্যার পেছনে আমার সাথে কোন যোগাযোগ নেই। তিনি জানান, আমাকে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য সমস্ত রাজনৈতিক প্রক্রিয়া বিজেপি ব্যবহার করছে। যেন পঞ্চায়েত নির্বাচনের আগে যেনতেন প্রকারে জেলে ঢোকানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *