রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রচারে চা বাগানে “সখী মেলা”

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ মে ২০২২ : মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওআড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝার চা বাগানে অনুষ্ঠিত হলো একদিনের সখী মেলা। এদিনের এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদরা বসু। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রকল্পগুলোর সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেই এই ধরণের অনুষ্ঠান জেলার সব প্রান্তেই করা হচ্ছে। এই একদিনের সখী মেলায় উন্নয়ন কর্মযজ্ঞের বিভিন্ন স্টলগুলো যেমন রয়েছে তার সঙ্গেই একটি খেলার মধ্যে অংশ নিয়ে সাধারণ মানুষ এই প্রকল্পগুলির সম্পর্কে আরো স্পষ্ট ধারণা নিতে পারবেন।

সখী মেলায় একদিকে যেমন পরিবেশিত হয় তাইকুন্ড শিক্ষার্থীদের দ্বারা মার্শাল আর্ট, এর সঙ্গে খোলা ময়দানে পরিবেশিত হয় পথ নাটক। একদিনের সখী মেলা কে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ লক্ষ্য করা যায় চা বাগান সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের  মধ্যে। সখী মেলার এই আয়োজনে জেলা শাসক ছাড়াও ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত থেকে সাধারণ মানুষের মধ্যে উন্নয়নের বিভিন্ন দিক গুলো তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *