কলকাতা : ১৬ দিন জিজ্ঞাসাবাদের পর আর জি কর হাসপাতালের প্রাক্তণ প্রিন্সিপ্যাল ডাঃ সন্দীপ ঘোষকে সোমবার গ্রেপ্তার করলো সি বি আইয়ের দুর্নীতি দমন শাখা। মনে করা হচ্ছে, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে।
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তারের খবর আসতেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে খুশির হাওয়া দেখা যায়, অনেকেই সন্দীপ ঘোষের গ্রেপ্তারি কে তাদের আন্দোলনের নৈতিক জয় বলে মনে করছেন। তবে এখানেই তাদের আন্দোলন যে থামছে না সেটাও স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।