সন্দেশখালি : জলপাইগুড়িতে শোক পালন জাতীয় কংগ্রেসের (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি’২৪ : বাংলা শুধুই কালীঘাটের মেয়ের নয় চা বাগান থেকে হারিয়ে যাওয়া মেয়েটিরও সুরক্ষা চায়। বৃহষ্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সভাপতি পিনাকী সেনগুপ্ত, সহ ছাত্র, যুব, মহিলা কংগ্রেস সংগঠণের সভাপতি এবং কর্মী সমর্থককেরা কোতোয়ালি থানা মোড়ে সন্দেশখালিতে মহিলাদের ওপর হওয়া মানসিক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে রাজ্যের আম জনতাকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে এক মৌন প্রতিবাদ সঙ্গে এক মিনিটের নীরবতা পালন করে।


এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, সন্দেশ খালিতে নারীদের সম্ভ্রম নিয়ে যে ভাবে ছিনিমিনি খেলা হয়েছে, সেটি অকল্পনীয়, এর নিন্দার ভাষা নেই, কারন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা এমনকি দেশের সর্বোচ্চ আসনে বসে থাকা সাংবিধানিক পদাধিকারীও একজন মহিলা।

Sandeshkhali: National Congress mourning in Jalpaiguri

রাজ্যের মহিলারা অনেক আশা করে পরিবর্তন এনেছিলেন, আজ তারই ফল ভুগতে হচ্ছে, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মহিলা সমাজের কাছে আহ্বান করছি সন্দেশ খালির মহিলাদের মতো গর্জে উঠুন, কারন রাজ্যের মানুষ শুধুমাত্র ওই কালি ঘাটের মহিলার সুরক্ষা চায় না, তার সঙ্গে ডুয়ার্সের চা বাগান থেকে হারিয়ে যাওয়া মেয়েটি বাড়ি ফিরে আসবে সেটাও চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *