জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের রাস্তায় আজ সকাল থেকেই ভিন্ন এক দৃশ্য। প্ল্যাকার্ড হাতে, শৃঙ্খলিত মিছিলের শ্লোগানে মুখরিত হয় জেলাশাসকের দপ্তরের চত্বর। বিভিন্ন দাবিদাবা নিয়ে বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের সদস্যরা।
বিক্ষোভকারীরা জেলাশাসকের দপ্তরের মূল গেটের সামনে দাঁড়িয়ে তাদের দীর্ঘদিনের দাবি গুলির কথা জোরালোভাবে তুলে ধরেন। গেট চত্বর আগে থেকেই ছিল কড়া পুলিশি নিরাপত্তায় মোড়ানো। তবু কোনো উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলে কর্মসূচি।
সংগঠনের সভাপতি প্রতাপ রাউত বলেন, “আমরা বহুদিন ধরে শুনে আসছি, কিছু একটা হবে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। বেতন বৃদ্ধি, ইপিএফ ও গ্র্যাচুইটির মতো প্রাপ্য সুবিধাগুলির জন্যই আমরা আজ জেলাশাসকের দপ্তরের দরজায় এসেছি। এটা শুধু আমাদের রুটিরুজির প্রশ্ন নয়, আমাদের সম্মান ও নিরাপত্তার প্রশ্ন।”
তিনি আরও জানান, সাফাই কর্মীরা শহর পরিষ্কার রাখার নিরলস কাজ করলেও তারা বছরের পর বছর ধরে অবহেলার শিকার।
জেলাশাসকের দপ্তর থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা।