সংবাদদাতা, জলপাইগুড়ি : ১৯৯৩ সালের ৩০ শে জুন সুখচর ধামে নির্বিকল্প সমাধীর ওপর আক্রমণ ও তথাকথিত অপারেশন সৎকারের নামে নামগানরত নিরীহ ভাই-বোনদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে সন্তান দলের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। পাশাপাশি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয় জলপাইগুড়ি জেলাশাসকের মাধ্যমে।

এদিন সন্তান দলের উত্তরবঙ্গ কমিটির সদস্যরা রাজবাড়িতে জমায়েত হয়ে ও মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছান এবং সেখানে তারা ঘটনার প্রতিবাদে সোচ্চার হন। পরে জেলা শাসকের দপ্তরে স্বারকলিপি প্রদান করা হয়। সন্তান দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জিত দাস বলেন, ১৯৯৩ সালের ৩০ শে জুন আমাদের চির পবিত্র সুখচর ধামে তদানীন্তন সরকারের নির্দেশে আমাদের ভক্ত সন্তানদের উপর অত্যাচার করা হয়েছিল।

সেই কলঙ্কিত দিনটির স্মরণে প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে আজ জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল করে তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হল।