রাহুল মন্ডল, মালদা : প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে সরস্বতী প্রতিমা বিক্রেতারা।
ভিন জেলা এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা নিয়ে মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় হাজির হয়েছিলেন বিক্রেতারা।

শনিবার সরস্বতী পূজা। সেই উপলক্ষে গত কয়েকদিন ধরে সরস্বতী প্রতিমার পসরা সাজিয়ে বসে ছিলেন বিক্রেতারা। শুক্রবার ভোর থেকে অঝোরে বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। সেই বৃষ্টির ফলে নষ্ট হয়ে যায় বহু প্রতিমা। এর ফলে ক্ষতির মুখে পড়েন প্রতিমা বিক্রেতারা।

তারা জানিয়েছেন গত দুই বছর ধরে লকডাউন এর কারণে ব্যবসা করতে পারেননি। এবছর আশা করে বহু প্রতিমা নিয়ে এসেছিলেন তারা লাভের আশায়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে সব নষ্ট হয়ে যায়। ক্ষতির মুখে পড়েন তারা।

ক্রেতারা জানিয়েছেন সরস্বতী প্রতিমা কিনতে এসে তারা দেখেন বৃষ্টির ফলে বেশীরভাগ প্রতিমা গলে নষ্ট হয়ে গিয়েছে।