অনলাইনে মিলছে সরস্বতী প্রতিমা, বিপাকে মৃৎশিল্পীরা

বিশ্বজিৎ নাথ : রাত পোহালেই সরস্বতী পুজো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু ডিজিটাল যুগে এখন অনলাইনে মিলছে প্রতিমা থেকে পুজোর সামগ্রী। ফলে সমস্যায় পড়ছেন শিল্পাঞ্চলের মৃৎশিল্পীরা

এক সময় সরস্বতী পুজোর আগে শিল্পাঞ্চলে প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে থাকত। কিন্তু এখন অনলাইনে সরস্বতী প্রতিমা অর্ডার দেওয়ার প্রবণতা এতটাই বেড়েছে যে এক ধাক্কায় মৃৎশিল্পীদের বিক্রির হার অনেকটাই কমে গেছে।

Saraswati idols are available online; potters in trouble

নতুন প্রজন্মের মৃৎশিল্পী পার্থ প্রতিম সরকার জানান, “অনলাইনে কেনাকাটা সহজ হয়েছে, এটা ঠিক। কিন্তু দেশের অর্থনীতির স্বার্থে লুকিয়ে থাকা শিল্পকে ভোলা উচিত নয়। কুটিরশিল্প, হস্তশিল্প এবং মৃৎশিল্পের মতো প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সকলকেই এগিয়ে আসতে হবে।”

শিল্পীদের দাবি, সরকার যদি মৃৎশিল্পীদের জন্য অনলাইন বিপণনের সুযোগ করে দেয়, তাহলে তাঁরা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। তা না হলে ধীরে ধীরে প্রাচীন এই শিল্প হারিয়ে যাবে বলেই আশঙ্কা করছেন তাঁরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *