জলপাইগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী পূজা পালিত হল সারম্বরে

জলপাইগুড়ি: নিয়ম-নিষ্ঠার মধ্যে দিয়ে মহাসমারোহে পালিত হল জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পূজা। সোমবার বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠলেন প্রেস ক্লাবের সদস্যরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো অনুষ্ঠিত হওয়ার পর সকলে পুষ্পাঞ্জলি দিয়ে দেবী সরস্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।

Saraswati Puja celebrated in Sarambare at Jalpaiguri Press Club

শনিবার প্রতিমা আনয়নের মাধ্যমে পুজো উৎসবের সূচনা হয়। প্রতিবছরের মতো এবারও প্রেস ক্লাবের সরস্বতী পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। বড় পোস্ট অফিস প্রাঙ্গনে শুধুমাত্র পুজো নয়, থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা ও নানা কর্মসূচি।

বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের পুজোর প্রস্তুতি। রবিবার বিএসএফ-এর উদ্যোগে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও আয়োজিত হয় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।

আজ সোমবার পুজোর পর আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণ, নাটক, সঙ্গীতানুষ্ঠান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনে শহরের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পূজা শুধু ক্লাবের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *