রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বাস আটকে দেওয়ার অভিযোগে সরগরম জলপাইগুড়ি পাহাড়পুর মোড়

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি’২৪ : রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস আটকে দিয়েছে পুলিশ এই অভিযোগে সরগরম জলপাইগুড়ি পাহাড়পুর মোড়। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস ঢুকতেই আটকে দেয় হয় পুলিশ বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের। শুরু হয় বচসা।

যেহেতু পরীক্ষা রয়েছে সে কারণেই বাস জলপাইগুড়ি শহরে প্রবেশ নিষেধ বলে জানা যায়। উল্লেখ্য, আজ রবিবার রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন।

Sargaram Jalpaiguri Paharpur Mor on the allegation of blocking a bus traveling like Rahul Gandhi

সেখান থেকে তিনি সোজা চলে আসবেন জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে এবং এখান থেকেই তিনি পৌঁছাবেন পিডব্লিউডি মোড় এলাকায়। সেখান থেকে রাহুলজী তার পদযাত্রা শুরু করবেন। এই পদযাত্রা শেষ হবে কদমতলা মোড়ে গিয়ে। কদমতলা থেকে ফের শহরের মধ্য দিয়ে গাড়িতে করে রোড শো করে শিলিগুড়ির উদ্যেশে বেরিয়ে যাওয়ার কথা রাহুল গান্ধীর।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *