আদিত্য এল ওয়ানের সূর্য যাত্রা নিয়ে গান বাঁধলেন সচ্চিদানন্দ ঘোষ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ সেপ্টেম্বর’২৩ : চাঁদের পর এবার সূর্য। আদিত্য এল ওয়ানের সূর্য যাত্রা নিয়ে গান বাঁধলেন জলপাইগুড়ির প্রাক্তন শিক্ষক সচ্চিদানন্দ ঘোষ। প্যারোডি গানের জন্য অত্যন্ত জনপ্রিয় এই মাস্টার মশাই এবার আর পরিচিত গানের স্বরলিপি হাতড়ান নি। মুহুর্তের মধ্যে ভাইরাল এই গানের ভিডিও।

আদিত্যর সাফল্য কামনা করে নিজেই লিখেছেন! সুর করেছেন। গেয়েছেন গান। “চলছে এগিয়ে, চলছে এগিয়ে আদিত্য এল ওয়ান। সফল হোক এই অভিযান করি তারি জয়গান,,,।” মাস্টার মশাইয়ের লেখা, গাওয়া এই গান এখন মুখে মুখে ঘুরছে সাধারনের। উল্লেখ্য চাঁদের মাটিতে বিক্রম ও প্রজ্ঞানের সফল উত্তরন নিয়ে গর্বে বুক চওড়া হয়ে রয়েছে ভারতবাসীর।

Satchidananda Ghosh sings about Aditya L One Surya Yatra

এরই মধ্যে আদিত্যর সূর্য যাত্রা। শনিবার বারবেলা শুরুর আগেই সূর্যের পথে যাত্রা শুরু করে দিয়েছে আদিত্য এল ওয়ান। দেশের চোখ এখন সূর্যের দিকে। ইসরোর বিজ্ঞানীদের আশা চাঁদের পর সূর্যেও সফল হবেন তারা। অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজ্ঞানীদের কৃতিত্ব কে তুলে ধরতে গান বেঁধে ফেলেছেন জলপাইগুড়ির প্রাক্তন ভূগোলের শিক্ষক সচ্চিদানন্দ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *