সাপকে বাঁচান; প্রকৃতিকে রক্ষা করুন – বিশ্ব সর্প দিবসে পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি

আলিপুরদুয়ার, ১৭ জুলাই : বিশ্ব সর্প দিবস উপলক্ষে বুধবার আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল একটি ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি। দিনটি ঘিরে আলিপুরদুয়ার পুরসভার সামনে থেকে ১১ হাত কালি বাড়ি পর্যন্ত আয়োজন করা হয় একটি পদযাত্রা, যেখানে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও লিফলেট নিয়ে সর্প সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের মধ্যে।

এই কর্মসূচির মাধ্যমে বারবার উঠে আসে একটি প্রাসঙ্গিক বার্তা —“সাপ মেরে নয়, বুঝে বাঁচান প্রকৃতিকে।”

সংস্থার সদস্যরা জানান, সাপ শুধুমাত্র বিষধর প্রাণী নয়, এটি বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। ইঁদুর ও ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে কৃষিতে ভূমিকা রাখে। এমনকি চিকিৎসাক্ষেত্রে সাপের বিষের ব্যবহার আজ বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে দুঃখজনকভাবে এখনও বহু মানুষ সাপ দেখলেই মেরে ফেলার প্রবণতা পোষণ করেন। সেই প্রবণতা রুখতেই এই পদক্ষেপ বলে জানান সংস্থার সম্পাদক কৌশিক দে।

তিনি বলেন, “সাপ তার বিষ ব্যবহার করে না কাউকে মারার জন্য। বরং এটি তার খাদ্য হজমের একটি প্রাকৃতিক উপায়। আমরা চাই মানুষ ভয় নয়, জানার মাধ্যমে সচেতন হোক।”

সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দুই মাস ধরে ডুয়ার্স থেকে সুন্দরবন পর্যন্ত বিভিন্ন জেলায় সর্প সচেতনতা শিবির করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক পাখি চৌধুরী, নন্দ দুলাল সরকার, ববিতা রায়, সন্তু দে, সোমা কুন্ডু সহ সংস্থার অন্যান্য সদস্যরাও।

শহরের বুকে এমন এক ব্যতিক্রমী সচেতনতামূলক পদযাত্রা সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *