সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই ২০২২ : সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে আজ অরণ্য সপ্তাহ পালিত হল। এই উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রকে চারা গাছ বিতরণ করা হয়। শনিবার সকালে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অরণ্য সপ্তাহ পালন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্র এবং অভিভাবক- অভিভাবিকার উপস্থিতিতে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিম রায় সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকারা অরণ্য সপ্তাহ পালন, গাছের উপকারিতা ও চারাগাছ রোপনের বিষয়ে ছাত্রদের সামনে আলোচনা করেন। বিদ্যালয়ের ছাত্ররা গাছ ও প্রকৃতি বিষয়ে অনুষ্ঠান করে। বিদ্যালয়ের শিক্ষিকারা প্রকৃতি বিষয়ক গান ও রবি ঠাকুরের “সবুজের অভিযান” কবিতা আবৃত্তি করেন। এরপর ছাত্রদের সুশৃঙ্খল ভাবে চারাগাছ বিতরণ করা হয়।
ছাত্ররা চারাগাছ নিয়ে বাড়ি যায় এবং তাদের নির্দেশ দেওয়া হয় যে, একবছর পর যে ছাত্রের গাছ যত ভালোভাবে বাঁচবে, তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
