চাকরি বাতিলের ছায়া জলপাইগুড়ির বিদ্যালয়ে, কাঁদছে ছাত্রছাত্রীরা—চিন্তায় স্কুল কর্তৃপক্ষ

জলপাইগুড়ি : এসএসসি-র ২০১৬ সালের প্যানেলের চাকরি বাতিলের সিদ্ধান্ত শুধু পরিসংখ্যানগত নয়—এটা অনেকের জীবনের উপরই এক বিশাল ধাক্কা। সেই ধাক্কার আঁচ এবার এসে পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী এলাকার বিদ্যালয়গুলিতেও।

কচুয়া বোয়ালমারী জুনিয়র গার্লস হাই স্কুলের এক গ্রুপ ডি কর্মীর নাম উঠে এসেছে বাতিল তালিকায়। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৃদুলা মণ্ডল ও প্রেসিডেন্ট জয়চাঁদ মৈত্র জানিয়েছেন, “হঠাৎ করে এই বাতিলের খবর আমাদের বিদ্যালয়ে একপ্রকার নৈরাজ্য তৈরি করেছে। নিয়মমাফিক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাঁরা ছাত্রছাত্রীদের আপন করে নিয়েছেন, তাঁদের এভাবে বাদ পড়া খুবই দুর্ভাগ্যজনক।”

এদিকে পাশের কচুয়া বোয়ালমারী হাই স্কুলে আরও বড় ধাক্কা। একসঙ্গে দুই শিক্ষক ও এক গ্রুপ ডি কর্মীর নাম বাতিল তালিকায়। সেই সময় চলছে বিদ্যালয়ের ইউনিট টেস্ট। এমন সময় এই খবর এসে ভেঙে দিয়েছে গোটা পরিবেশ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, “আমাদের বিদ্যালয়ে এখন পরীক্ষার মরশুম চলছে। অথচ এরই মধ্যে জানতে পারলাম তিনজন স্টাফের চাকরি বাতিল হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ—নবম-দশম শ্রেণির পড়ুয়ারা কাঁদছে, কারণ ওই শিক্ষকরা শুধু পড়াতেন না, ওরা যেন পরিবারের একজন হয়ে গিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত শুধুমাত্র শিক্ষক বা কর্মীদের চাকরি হারানো নয়, এটি শিক্ষার পরিবেশে গভীর প্রভাব ফেলছে। সরকার যেন বিষয়টি পুনর্বিবেচনা করে, এবং প্রকৃত যোগ্যদের পুনরায় নিয়োগ করে।”

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *