শিলিগুড়ি : স্কুলগামী শিশুরা নিশ্চিন্ত মনে বাসে উঠেছিল। ক্লাস শুরুর আগে বন্ধুদের সঙ্গে গল্প, খুনসুটি, কেউ বা ঘুম ঘুম চোখে বসেছিল জানালার ধারে। কিন্তু হঠাৎই বিকট শব্দ! তারপর ধুলোর ঘূর্ণি। এক মুহূর্তের জন্য থমকে গেল সকালের কোলাহল।
আজ সকালবেলায় শিলিগুড়ি জলপাই মোড়ের কাছে চলন্ত স্কুলবাসের পিছনের চাকার অংশ (ডিফেনসন) হঠাৎ খুলে বেরিয়ে আসে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ডিফেনসন খুলে গিয়ে বাসটি রাস্তার মাঝে থমকে দাঁড়ায়। সৌভাগ্যবশত, বড় দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতর। শিশুরা চিৎকার করে ওঠে, পথচারীরাও আতঙ্কিত হয়ে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শী গৌতম চন্দ্র মহন্ত জানান, “স্পষ্টতই মেরামতির অভাবে এই ঘটনা ঘটেছে। বেসরকারি স্কুলবাসগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

পরে ক্রেনের সাহায্যে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় স্কুলবাসগুলো নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে!