জলপাইগুড়ি : মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় আত্মঘাতী হল জলপাইগুড়ির এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার প্রকাশিত হয় এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রতিমা প্রধান (১৬) মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাড়ির রান্না ঘরে ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সন্ধা ৬.৪৫ নাগাদ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। বৃহস্পতিবার সন্ধা নাগাদ ঘটা এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতার বাড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকায়। মৃতার পিতা কবিরাজ প্রধান জানান, মেয়ে মাধ্যমিকে ফেল করায় বাড়িতে ওকে কেউ বকাবকি করে নি। আমরা বলেছিলাম আবার পরীক্ষা দিয়ে পাস করতে। কিন্তু ও যে কেন এমন ঘটনা ঘটালো বুঝে উঠতে পারছি না।
