মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু স্কুটি আরোহীর

Scooty rider dies after being hit by a cargo truck


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২১ নভেম্বর’২৩ : মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু স্কুটি আরোহীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে খড়দা স্টেশন রোডের সুখচর মোড়ের কাছে। জানা গিয়েছে, মৃত স্কুটি আরোহী সবিতা কুমারী টিটাগড় ব্রহ্মস্থানের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল থাকায় স্কুটি আরোহী দাঁড়িয়ে পড়েন। পিছন থেকে কলকাতাগামী একটি দশ চাকার ট্রাক স্কুটিকে ধাক্কা মারে। স্কুটি থেকে মেয়েটি পড়ে গেলে ট্রাকের পিছন চাকা ওঁর মাথার ওপর দিয়ে চলে যায়।

তৎক্ষনাৎ ওঁকে খড়দার বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *