শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: স্কুটি চুরি হয়ে যাওয়ার পর পুলিশের দ্রুত পদক্ষেপে উদ্ধার হল যানটি, গ্রেপ্তার হল অভিযুক্ত।
শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা সৎপাল জিন্দাল গত ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তার স্কুটিটি স্টেশন ফিডার রোডে পার্ক করে বাজারে যান। আধঘণ্টা পর ফিরে এসে দেখেন, তার স্কুটি উধাও। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি শিলিগুড়ি থানায় স্কুটি চুরির লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর শিলিগুড়ি থানার পুলিশ তদন্তে নামে। ফিডার রোডের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুষ্কৃতীর পরিচয় নিশ্চিত করে। অভিযুক্ত বিশাল রাউত, বাড়ি টিকিয়াপাড়া। এরপর বিশালকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। অবশেষে শনিবার রাতে হঠাৎ কলোনি রেলওয়ে সিগন্যাল রুমের কাছে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
তার কাছ থেকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার হয়। এরপর স্কুটির মালিক সৎপাল জিন্দালকে খবর দেওয়া হলে তিনি থানায় এসে যানটি ফেরত পান। পুলিশের দ্রুত পদক্ষেপ ও দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, ধৃত বিশাল রাউতকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দাবিও উঠেছে।