বিশ্বজিৎ নাথ, কলকাতা : সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের লক্ষে বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান জারি থাকবে। বৃহস্পতিবার ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে নতুন ট্রাফিক কিয়স্কের উদ্বোধনে এসে এমনটাই বললেন ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। এদিন তিনি বললেন, দুষ্কৃতীদের কোনওভাবেই রেয়াত করা যাবে না। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রাইম রোধে সমস্ত ধরণের ব্যবস্থা নেওয়া হবে। এদিন ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক কিয়স্ক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস ও পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্তারা। এদিন পুলিশ কমিশনার আরও নলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ের সুরক্ষায় অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হবে।
