৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জলপাইগুড়ি জেলা জুড়ে নিরাপত্তা; চলছে নাকা তল্লাশি

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ আগস্ট’২৩ : ১৫ আগস্টকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে নিরাপত্তা বাড়ানো হল জেলা পুলিশের তরফে। জাতীয় ও রাজ্য সড়কে চলছে নাকা তল্লাশি। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি। মল, রেল স্টেশন, বাস স্ট্যান্ডে চলছে পুলিশ নজরদারি চালিয়ে যাচ্ছেন বলে দাবি পুলিশের।

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছে কড়া নিরাপত্তা জেলা জুড়ে। সোমবার রাজ্য ও জাতীয় সড়কে পুলিশের নাক্কা তল্লাশি বাড়ানো হয়েছে জানালো পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক প্রাইভেট গাড়ির পাশাপাশি বাসে তল্লাশি করা হচ্ছে। অন্যদিকে গাড়িতে থাকা ব্যাগ তল্লাশি করে দেখা হচ্ছে। ট্র‍্যাফিক পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

বাইক থেকে শুরু করে ছোট গাড়ির কাগজ ও গাড়ি চালকের লাইসেন্স খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। সীমান্তবর্তী এলাকায় চলছে কড়া নিরাপত্তা। শহরের বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বিভিন্ন মলে ও জনবহুল এলাকায় পুলিশের তরফে মেটার ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে।

Security across Jalpaiguri district ahead of 77th Independence Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *