মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জলপাইগুড়িতে নিরাপত্তা তুঙ্গে; মাদকচক্রে বড়সড় কোপ পুলিশের

জলপাইগুড়ি : আসন্ন প্রশাসনিক বৈঠক ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে জলপাইগুড়িতে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। আগামী বুধবার এ বি পি সি ময়দানে অনুষ্ঠিত হবে তাঁর প্রশাসনিক সভা। শনিবার সকালেই সভাস্থল তৈরির সামগ্রী পৌঁছে গেছে ময়দানে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফর ও শারদীয় উৎসবের আগে শহর কার্যত নিরাপত্তার চাদরে মোড়া। তারই অঙ্গ হিসেবে শুরু হয়েছে নেশা বিরোধী বিশেষ অভিযান। শুক্রবার গভীর রাত পর্যন্ত কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ২ নম্বর ও ৩ নম্বর রেল ঘুমটি, ভাটিয়া বিল্ডিং, নতুনপাড়া, সেনপাড়া, বালাপাড়া, পাহাড়পুর থেকে শুরু করে ইন্দিরা গান্ধী কলোনী বাজার পর্যন্ত একাধিক এলাকায় তল্লাশি চালায়।

অভিযানে ভাঙা হয়েছে বেশ কয়েকটি মদের আড্ডা ও মাদক ঠেক। গ্রেফতার করা হয়েছে একাধিক কারবারিকে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে এই সব এলাকায় ব্রাউন সুগার, মদ ও অন্যান্য নেশাজাত দ্রব্যের রমরমা ব্যবসা চলছিল, যার ফলে সাধারণ বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।

Security tightened in Jalpaiguri ahead of CM's visit; Police crackdown on drug gangs

জেলা পুলিশ সূত্রে খবর, ৯ ও ১০ সেপ্টেম্বর উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর অবস্থান এবং আসন্ন দুর্গোৎসবের সময় কোনো অশান্তি যাতে না ঘটে, সেই লক্ষ্যেই এই অভিযান জোরদার থাকবে। প্রশাসনিক বৈঠকের আগে মাদকচক্রে কোপ নামিয়ে জলপাইগুড়ি শহরে স্বস্তি ফিরিয়ে আনতেই উদ্যোগী জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *