সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ আগস্ট : জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম রবিউল হুসেন। বাড়ি মেখলিগঞ্জ এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ গত ১৪ আগস্ট রবিউল হুসেন’ কে হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয়েছে এর কোনটাই সংশোধনাগারের পক্ষ থেকে তাদের জানানো হয়নি। গতকাল সংশোধনাগারে ফোন করা হলে তখন বলা হয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয় তারা জানতে পেরেছেন প্রচুর পরিমানে ঘুমের ওষুধ খাওয়ার কারণে এই ঘটনা। সংশোধনাগারের ভেতরে এতো ঘুমের ওষুধ কোথায় পেলো, এটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পরিবারের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে রবিউলের এক আত্মীয় আব্দুল বারি অভিযোগ করেন সংশোধনাগারের ভেতরে কিভাবে এতো ঘুমের ওষুধ কোথা থেকে এলো তা নিয়েও তদন্তের আবেদন জানান তিনি। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জানা গেছে ঘটনার তদন্ত করা হবে।
