বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগদ্দলে

বিশ্বজিৎ নাথ : বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো জগদ্দলে। মৃতের নাম রাজ কুমার চৌধুরী (৫৫)। কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিলের অস্থায়ী শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মৃত ব্যক্তি জগদ্দল স্টেশন লাগোয়া বস্তির বাসিন্দা ছিলেন। এদিন বেলায় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পিছনে নিকাশি ড্রেনের মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথার ডানদিকে আঘাতের চিহ্ন রয়েছে।

Sensation spreads across the world after the recovery of the bloody body of an old man

অভিযোগ, বৃদ্ধকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে। একাংশের দাবি, মদ্যপ অবস্থায় ড্রেনে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *