সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে জোড়া আত্মহত্যার রেশ না কাটতেই আবারও সেই পান্ডা পাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। উল্লেখ্য, গত পয়লা এপ্রিল জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পান্ডা পাড়াতেই ঘটেছিল দুই সমাজ কর্মীর জোড়া আত্মহত্যার ঘটনা, যা নিয়ে আজও সরগরম শহরের রাজনীতি। এই ঘটনায় ইতিমধ্যেই ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর খোদ রয়েছেন জেল হেফাজতে, ঘটনায় মূল অভিযুক্ত বর্তমান পুরসভার উপ পুরপিতা ফেরার।

এরই মধ্যে শুক্রবার সেই ১৪ ওয়ার্ডের পান্ডাপাড়া তিন নম্বর গলির বাসিন্দা ধর্ম দাস ভট্টাচার্যের স্ত্রী শিপ্রা ভট্টাচার্যের (৬৩) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে। মৃতার ভাইয়ের অভিযোগ, জামাই বাবুর অত্যাচারের কারণেই এই ঘটনা ঘটলো।

অপরদিকে মৃতার স্বামী ধর্মদাস ভট্টাচার্য পাল্টা অভিযোগ করে বলেন, স্ত্রী আমার ওপর অত্যাচার করতো। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।