ধর্মঘটে ছবি তুলতে গিয়ে আক্রান্ত ও গুরুতরভাবে
জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক

জলপাইগুড়ি নিউজ ব্যুরো : ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের কোচবিহার শাখার সদস্য প্রদীপ কুণ্ডু শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহের সময় ছবি তুলতে গিয়ে তুফানগঞ্জের একটি স্কুলে দুষ্কৃতীদের দ্বারা পোস্টার ছেঁড়ার সময় ছবি তুলতে গিয়ে গুরুতভাবে আক্রান্ত হয়ে জখম হন। তাকে প্রাথমিকভাবে হাসপাতালে দেখানোর পর ছেড়ে দেওয়া হলেও বাড়ি ফেরার সময় আবার তিনি অসুস্থ বোধ করায় তাকে মহকুমা হাসপাতালে পুনরায় ইমার্জেন্সি ওয়ার্ডে দেখানোর পর অ্যাডমিট করে নেওয়া হয়। সেখানে প্রদীপ কুণ্ড চিকিৎসাধীন রয়েছেন। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে তার বাবা জানিয়েছেন। বিষয়টি গুরুতর হওয়ার পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রদীপ কুন্ডুর বাবার পক্ষ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক প্রদীপ কুন্ডুর মাথা ও ঘাড়ে গ্রুপ আঘাত থাকার পরিপ্রেক্ষিতে তার সিটিস্ক্যান ও অন্যান্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে কোচবিহার সাংবাদিক মহলে এই বিষয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই নিন্দা করেছেন।

উল্লেখ করা যেতে পারে যে দশই মার্চ শুক্রবার ছিল রাজ্যব্যাপী বিভিন্ন দাবি ও ইস্যুতে ছাত্র ধর্মঘটের দিন। ওই সময় তুফানগঞ্জের একটি স্কুলে ধর্মঘট চলাকালীন কিছু দুষ্কৃতিদের দ্বারা পোস্টার ছেঁড়ার সময় ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন এবং তাকে চাবির রিং দিয়ে মাথায় এবং ঘাড়ে আঘাত করা হয়। পরবর্তীতে স্থানীয় প্রাথমিক হাসপাতালে চিকিৎসার পর ওর বাবার সাথে ফিরে আসার সময় আবার অসুস্থ বোধ করায় তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে এমার্জেন্সিতে দেখার পর আঘাত গুরুতর মনে করে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আঘাত গুরুতর। সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানিয়ে তুফানগঞ্জ মহকুমা থানায় অভিযোগ দায়ের করেছেন তার পিতা। বিষয়টি পুরো নজর রাখা হচ্ছে। সাংবাদিক মহলে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিভিন্ন মহল থেকে তার তীব্র নিন্দা করা হয়েছে।

প্রদীপ বাবুর উপরে যে হামলা করা হয়েছে তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের ঘটনা আগেও হয়েছে আর এখন আরো হবে সাংবাদিকরা এখন বিপন্ন হচ্ছেন বড্ড বেশি। আমি প্রদীপ বাবুর দ্রুত সুস্থ কামনা করি। ডিএম এর তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমি অবশ্যই সাথে আছি একথা জানিয়েছেন ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার অরুণ কুমার। তিনি জানিয়েছেন, ঘটনার পরবর্তী পরিস্থিতির পরে আমরা নজর রাখছি। পুলিশ ও প্রশাসন যাতে দ্রুত এর আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং আহত চিকিৎসাধীন প্রদীপ কুন্ডুর যথাযথ চিকিৎসা হয় সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির সভাপতি অরিন্দম রায়চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যেই ডিএমএ – এর তরফ থেকে তুফানগঞ্জের SDPO – র সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে ঘটনা সম্পর্কে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে জানা যাচ্ছে উক্ত দুষ্কৃতীদের তরফ থেকে বারবার প্রদীপ কুণ্ডুর পিতার সাথে যোগাযোগ করে অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছিল কিন্তু প্রদীপ বাবুর পিতা তাদের অনুরোধ নাকচ করে আগের ছেলের চিকিৎসার কথা বলে এড়িয়ে গেছেন বলে জানা যাচ্ছে। আমরা ডিএমএ – র তরফ থেকে সম্পূর্ন ঘটনার উপর কঠোর নজর রাখছি এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি প্রদীপ কুন্ডু বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে আইসলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তার চিকিৎসা যথাযোগ্যভাবে চলছে। হাসপাতালের সুপার নিজে প্রদীপ বাবুর চিকিৎসা সম্পর্কীয় যাবতীয় বন্দোবস্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *