ভুট্টা ক্ষেতে বস্তায় ভরা অবস্থায় উদ্ধার একাধিক হরিণের শিং, চাঞ্চল্য ডেঙ্গুয়াঝাড়ে

জলপাইগুড়ি, ২ মে: ভুট্টা ক্ষেত যেন সাক্ষী থাকল এক রহস্যময় চিত্রের—বস্তায় ভরা অবস্থায় একাধিক হরিণের শিং পড়ে থাকতে দেখে চমকে উঠলেন ডেঙ্গুয়াঝাড়ের গোমস্তা পাড়ার বাসিন্দারা। শুক্রবার দুপুরে কৃষিজমির মধ্যে এমন দৃশ্য ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা, সঙ্গে উদ্বেগও।

স্থানীয়রা জানান, বস্তার মধ্যে বেশ কিছু হরিণের শিং কাটা অবস্থায় রাখা ছিল। ঘটনাস্থলে খবর দেওয়া হয় বৈকুন্ঠপুর বনবিভাগকে। দ্রুত ছুটে আসেন বনকর্মীরা এবং শিংগুলি উদ্ধার করে নিয়ে যান। উদ্ধার হওয়া হরিণের শিঙের ওজন আট কেজির কিছু বেশি।

Several deer antlers found stuffed in sacks in corn field

কে বা কারা বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে এই অবৈধ কাজ করল, তা এখনও অজানা। বনদফতরের তরফে প্রাথমিকভাবে অনুমান, বাইরে কোথাও শিকার করে তা গোপনে এখানে ফেলে যাওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে—বন্যপ্রাণের এই চোরাচালান কি জলপাইগুড়িতেও মাথা তুলছে? নাকি এই শিং ফেলার পেছনে রয়েছে বড় কোনো পাচার চক্র? উত্তর খুঁজছে প্রশাসন। তবে পরিবেশপ্রেমীরা বলছেন, এ ঘটনা শুধুই শিং উদ্ধারের নয়, এটি বন্যপ্রাণ রক্ষায় আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা মনে করিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *