রাহুল মন্ডল, মালদা, ১০ অক্টোবর’২৩ : মালদার মানিকচকের গোপালপুরে একাধিক তাজা বোমা উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। মানিকচক থানা পুলিশ সূত্রে জানা গেছে চলতি মাসের তিন তারিখে গোপালপুর এলাকার কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখের ছেলে শামীম আখতার কে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে গোপালপুরের বালুটোলা এলাকায় একটি জারের মধ্যে বোমা মজুদ করে রাখা রয়েছে। মঙ্গলবার মানিকচক থানার পুলিশ জোট তল্লাশি চালিয়ে বাল্লুটোলা এলাকা থেকে ৮ টি তাজা বোমা উদ্ধার করে।

মানিকচক থানার পুলিশ তাজা বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য সিআইডি বোম স্কোয়াড খবর দিলে মঙ্গলবার দুপুরে বন গুলি নিরাপত্তার সাথে নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।