জলপাইগুড়িতে ছোট মালবাহী গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত বেশ কয়েকজন

জলপাইগুড়ি : ছোট মালবাহী গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকার জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর এদিন ওয়ান ওয়েতে শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি বাসের সাথে একই দিকে যেতে থাকা একটি ছোট মালবাহী গাড়ির সাথে সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছোট গাড়িটি ছিটকে পাশের ওয়ান ওয়েতে গিয়ে পড়ে। ওই গাড়িতে থাকা চালক ও কর্মী দুজনেই আহত হয়েছেন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, যাত্রীবাহী বাসের সামনের অংশটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বাসেরও বেশ কিছু যাত্রী সামান্য আঘাত পান। দুর্ঘটনার পরেই যাত্রীবাহী বাসের চালক ও কন্ডাক্টর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে খবর।

Several injured in Jalpaiguri collision between passenger bus and small cargo vehicle

ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশ। পৌঁছান দমকল বিভাগের কর্মীরাও। কিছু সময়ের জন্য দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বাসটিকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *