সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ নভেম্বর’২৩ : ব্যাংকের একাউন্ট থেকে উধাও কয়েক হাজার টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। থানার দারস্থ টাকা খোয়া যাওয়া সেই মহিলা।
জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলের অন্তর্গত শানু পাড়া এলাকার বাসিন্দা দিপা ঘোষ একজন সরকারি পেনসন হোল্ডার। তার জলপাইগুড়ি শহরের একটি ব্যাংকে একাউন্ট রয়েছে। এদিন সেই একাউন্ট থেকে তিনি টাকা তুলতে যান তিনি। তখন দেখেন তার একাউন্টে মাত্র দুশো টাকা রয়েছে। অথচ তিনি তার একাউন্টে ৬৩ হাজার টাকার মতন রেখেছিলেন। কিন্তু একাউন্ট চেক করতেই দেখেন তার টাকা উধাও। টাকা একেবারেই নেই। এরপর তিনি পুরো বিষয়টি জলপাইগুড়ি কোতয়ালী থানায় জানিয়েছেন। যদিও দীপা দেবী বলেন তাকে সেই ব্যাংক কোনভাবেই সাহায্য করছেনা তার টাকা ফেরানোর জন্য। মঙ্গলবার রাতে সানুপাড়ার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি নেট পরিসেবার সাথে যুক্ত নই। কিভাবে আমার টাকা উধাও হলো তা আমি কিছুই বুঝছি না। ব্যাংক আমাদের বিশ্বস্ত জায়গা। সেখান থেকেই টাকা উধাও হলে আমরা আর কোথায় টাকা রাখবো।
এলাকার পঞ্চায়েত সদস্য গনেশ ঘোষ বলেন, পুরো বিষয়টির তদন্ত করে এই মহিলার টাকা ফেরত আনার চেষ্টা ব্যাংক ও পুলিশের করা উচিত।