সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুলাই ২০২২ : ফের জলপাইগুড়ি শহরে করোনার থাবা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহরে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্তের সংখ্যা মাঝে মাঝে কমছে আবার বাড়ছেও। চলতি মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৬ জন। শুক্রবার নতুন করে জলপাইগুড়ি শহরে মোট করোনা আক্রান্ত হল ১৩ জন। এদিন পুরসভার ১, ৩, ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ড মিলে ১৩ জন করোনা আক্রান্ত হল। এদিন আক্রান্তের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করা হয় পুরসভার পক্ষ থেকে।
এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মন্ডল বলেন, করোনা সংক্রমণ ক্রমবর্ধমান। আজ আক্রান্তের সংখ্যা ১৩ জন। প্রত্যেককেই মাস্ক পড়া, হাত স্যানিটাইজ তথা স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি। যেভাবে করোনা বাড়ছে তাতে এই মাসের শেষে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরূপ বাবু। তাই ফের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। করোনাকে এর আগে যেভাবে আমরা সকলে মিলে হারিয়েছি, ঠিক এবারও হারাতে পারবো বলে দাবি তাঁর। করোনাকে অবহেলা না করে স্বাস্থ্য বিধি মেনে সকলেই যদি আমরা চলি তাহলে করোনাকে থেকে আমরা সকলেই মুক্ত হতে পারব বলে জানান তিনি।