নাবালিকাকে যৌন নিগ্র*হ : জলপাইগুড়িতে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড; ক্ষতিপূরণ ৫ লক্ষ

জলপাইগুড়ি : শিশু নির্যাতনের ঘটনায় কঠোর রায় দিল জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। ২০২৩ সালের এক নাবালিকা নিগ্রহের মামলায় অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিলেন বিচারক রিন্টু সুর। শনিবার আদালত এই রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন বিচারক। শুধু তাই নয়, নিগৃহীতা নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে।

Sexual assault of minor: Accused sentenced to 20 years rigorous imprisonment in Jalpaiguri

সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত জানান, “ঘটনাটি ঘটে জলপাইগুড়ি মহিলা থানার অন্তর্গত এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারক এই রায় দেন। আদালতের এই রায় নিঃসন্দেহে সমাজে একটি শক্ত বার্তা পাঠাবে।”

এই রায়কে ঘিরে আইনজীবী মহলে যেমন সন্তোষের সুর, তেমনই সাধারণ মানুষের মধ্যেও প্রশংসা শোনা গেছে। পকসো আইনের অধীনে কঠোর সাজা ও ক্ষতিপূরণের নির্দেশ নিগৃহীতা ও তার পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শুনুন আইনজীবীর বক্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *